সুনামগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নন্দিত সিলেট : সুনামগঞ্জ জেলার সদর থানা থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আজিজুল ইসলাম (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-৯। সোমবার (১৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মোঃ আজিজুল ইসলাম (৩৫) সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার চারাগাঁও গ্রামের মোঃ শামসুল হক এর ছেলে। উদ্ধারকৃত মাদক দ্রব্যসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ সিলেট এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।