৫৩ বছরেও প্রেম!

বিনোদন ডেস্ক:হলিউডের জনপ্রিয় অভিনেত্রী সালমা হায়েকের ৫৩ তম জন্মদিন গেলো দুদিন আগেই। কিন্তু কে বলবে তার বয়স পঞ্চাশের ঘরে! কারণ এখনও ২৫ বছর বয়সী তরুণীর মতোই দেখায় তাকে। তার যৌন আবেদন এখনও ঝড় তুলে তরুণদের বুকে। সালমা নিজেও তাই মনে করেন। জন্মদিনে বিচের ধারে নিজের বিকিনি পড়িহিত একটি ছবিও ভক্তদের জন্য পোস্ট করেছেন তিনি। নিজের জন্মদিনে বয়স, সৌন্দর্য, যৌন আবেদনসহ বিভিন্ন বিষয় নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি সম্প্রতি। সালমা সেখানে জানান, বয়স কোন বিষয় নয়। এখনও তিনি নিজেকে সুইট সিক্সটিন মনে করেন। এমনকি এখনও নাকি প্রেম করতে পছন্দ করেন। শুধু তাই নয়, সুযোগ পেলেই নাকি তিনি প্রেম করেন। সালমা হায়েক বলেন, আমি সম্পর্কে জড়াতে ভালোবাসি। এখনও সুযোগ পেলেই প্রেম করি। কারণ আমি নিজের বয়স ১৬ মনে করি। আমি জানি এখনও আমার যৌন আবেদন খুঁজে বেড়ান অনেকে। আমিও নিজের শরীর প্রদর্শন করতে ভালোবাসি। কারণ আমি শারীরিক সৌন্দর্য ধরে রাখতে সক্ষম হয়েছি। সবাই দোয়া করবেন যেন এভাবেই থাকতে পারি।