নন্দিত ডেস্ক: উখিয়ার উপকূলীয় এলাকা থেকে মালয়েশিয়াগামী চার রোহিঙ্গা তরুণীকে উদ্ধার করেছে উপকূলীয় এলাকায় পাইন্যাশিয়া গ্রামবাসী। উদ্ধারের পর তাদের উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া তরুণীরা হলেন- থাইংখালী ক্যাম্পের মো. কাশেমের মেয়ে সাহানা আক্তার (১৮), কুতুপালং ক্যাম্পের মো. রফিকের মেয়ে নুর ছেহের (১৮), একই ক্যাম্পে আব্দুল হাফিজের মেয়ে হামিদা বেগম (১৭), কুতুপালং ক্যাম্পের আব্দুল হাফিজের মেয়ে নুর ছেহেরা (১৬)। শুক্রবার রাত ১০টার দিকে তাদের উদ্ধার করা হয়। গ্রামবাসী বলছে, কোথায় যাচ্ছিলেন, কে নিয়ে যাচ্ছিল এমন প্রশ্নের জবাবে ওই তরুণীরা মুখ খোলেনি। শুধু জানিয়েছে, মালয়েশিয়া স্বজনদের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তারা। উখিয়া থানার ওসি মর্জিয়া আক্তার মর্জি জানান, আটক তরুণীদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।
মন্তব্য