**মেঘবতী**


মেঘলা আকাশ, ঝিরঝির বাতাস,
সঘন গগনে দুলিছে দেয়া দোদুল দোল।
আজ মেঘলা মনে মেঘলা দিনে, তোমার নিমন্ত্রণ,
মেঘবতী রাধার আদলে নূপুরের মাদলে কদম,বকুলে।
যদি মন কাঁদে চলে এসো,
না হয় ভিজবো দু'জন একসমুদ্র শুন্যতা লয়ে।
এই বৃষ্টিতে ভিজতে ভিজতে তুমি আমি মিলে মিশে হবো লীন, অলকানন্দের কল্লোলে।
রাধিকার নয়নে জল ধুয়ে পড়েছে কাজল,
আজ এই ভেজা ভেজা জ্যোছনায় ভালবাসায় ঢল।

ময়ূরী মেলেছে পেকম, কদমের গন্ধে মাতাল বন
পাতায় পাতায় ডালে ডালে বৃষ্টির মাতম।
আজ মেঘলা আকাশ, উতলা বাতাস, আজ বরষার ঢল।
,
শামিমা ঝিনু