সিলেটে করোনা ২৪ ঘন্টায় ৬জনের মৃত্যু

করোনা ভাইরাসের ভয়ঙ্কর রূপ দেখতে শুরু করেছে সিলেট। দিনের পর দিন আক্রান্তের সংখ্যা যেন পাল্লা দিয়ে বাড়ছে। আক্রান্ত বাড়ার পেছনে স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে চিকিৎসকরা বলছেন, দেশের প্রায় ৭৮ শতাংশ করোনা রোগীই এখন করোনার নতুন রূপ ডেলটা ভেরিয়েন্টে আক্রান্ত। তাছাড়া মানুষ এখন পরিক্ষায় আওতায় বেশি আসছে, যে কারণে শনাক্তের সংখ্যা বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩৯৪জন। আর সুস্থ হয়েছেন ১১৮ জন। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৬জন।  

শনিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩৯৪জন। তারমধ্যে সিলেট জেলার ২৬২, সুনামগঞ্জে ১৩ জন, হবিগঞ্জে ৩৫ জন, মৌলভীবাজারে ৫৪ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩০ জন। এনিয়ে বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৪১ জন। তার মধ্যে সিলেট জেলায় ১৯ হাজার ৯৭ জন, সুনামগঞ্জে ৩ হাজার ২৪২ জন, হবিগঞ্জে ৩ হাজার ৮৩ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৫১৯ জন ।

একই সময়ে সুস্থ হয়েছেন ১১৮ জন। তারমধ্যে সিলেট জেলার ১০৪ জন, সুনামগঞ্জে ৪ জন ও মৌলভীবাজারে আরও ১০ জন রয়েছেন। 


এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৭৩২ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৯৫২ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৮৭০ জন, হবিগঞ্জে ২ হাজার ১২৯ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৮১ জন সুস্থ হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। তারমধ্যে সিলেটের ৪ জন, সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারের আরও ১ জন।সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন করোনা আক্রান্ত রোগী। তারমধ্যে সিলেটের ১৬ জন, সুনামগঞ্জের ৭ জন, মৌলভীবাজারের আরও ১০ জন রয়েছেন। ফলে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৩৩ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪৬৩ জন। এরমধ্যে সুনামগঞ্জে ৩৬ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে আরও ২৭ জন।