অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা লাখ টাকা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মির্জাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আড়াই লাখ টাকার অবৈধ বালু জব্দ করা হয়।

বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের নির্দেশে চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের মির্জাপুর নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

এ সময় উপজেলার পঞ্চাশগ্রামের জালাল মিয়ার ছেলে ছালেক মিয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ওই স্থান থেকে ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করে শানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আলহাজ ফজলুর রহমান তরফদার সবুজের জিম্মায় রাখা হয়, যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুনারুঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক।

তিনি বলেন, অবৈধ বালু কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।