আয়ারল্যান্ডের বড় লক্ষ্যের জবাবে শুরুতেই ৩ উইকেট নেই বাংলাদেশের

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে দাপুটে ব্যাটিং করেছে আয়ারল্যান্ড।

মোস্তাফিজ-নাসুমদের তুলোধোনা করে নির্ধারিত ২০ ওভারে ১৭৮ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আইরিশরা।

আর দলকে এই লক্ষ্যে পৌঁছে নেওয়ার মুল কারিগর আইরিশ ব্যাটার গ্যারেথ ডিলানি।

বাংলাদেশি বোলারদের বিপক্ষে তাণ্ডব চালিয়েছেন ওয়ানডাউনে নামা গ্যারেথ ডিলানি। ১৭৭ রানের মধ্যে ডিলানি একাই করেছেন ৮৮ রান, তাও মাত্র ৫০ বলে! হাঁকিয়েছেন ৩ বাউন্ডারি ও ৮ ছক্কা।

আর আইরিশদের এমন দুর্দান্ত ব্যাটিংয়ের পর যে কেউ বলবেন স্পোটিং পিচ আবুধাবির। কিন্তু বাংলাদেশের ব্যাটিং ঠিক এর উল্টোটাই বলছে।

১৭৮ রানের তাড়ায় ব্যাট করতে নেমে ৩ উইকেট নেই বাংলাদেশের। প্রথম ওভারেই বাংলাদেশ শিবিরে আঘাত হানেন আইরিশ বোলার সিএ ইয়ং।

প্রথম ওভারের পঞ্চম বলে ওপেনার নাঈম শেখকে হারায় বাংলাদেশ। ৪ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন নাঈম। পরের ওভারেই নাঈমের অনুসরণ করেন অধিনায়ক লিটন দাস। জে লিটলের দ্বিতীয় ডেলিভারিতেই আউট হয়েই ১ রানে ফেরেন লিটন।

দলীয় ৫ রানের মাথায় ২ উইকেট হাওয়া। শ্রীলংকার বিপক্ষের ম্যাচে দুর্দান্ত খেলা সৌম্য সরকারের সঙ্গী হন মুশফিকুর রহীম। কিন্তু টানা ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি মুশফিকও।

সেই ইয়ংয়ের দ্বিতীয় শিকারে পরিণত হলেন তিনি। ৮ বলে ৮ রান করেই ইনিংস সমাপ্ত হয়েছে তার।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের ৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২২ রান।