সোহানের ভরসায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

আয়ারল্যান্ডের বড় লক্ষ্যের জবাবে শুরুতেই খেই হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। আইরিশদের ছোড়া ১৭৮ রানের বড় লক্ষ্যের জবাবে ১৫ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা।

তবে সেই পরিস্থিতিতে সামাল দিয়ে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। গত প্রস্তুতি ম্যাচের মতো এটিতেও দুর্দান্ত ব্যাট করেছেন সৌম্য সরকার। মুশফিকের আউটের পর সৌম্যকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন অলরাউন্ডার আফিফ।

কিন্তু ইনিংস লম্বা করতে পারলেন না। ১৬ বলে ১ বাউন্ডারিতে ১৭ রান করে সাজঘরে ফিরলেন বি হোয়াইটের বলে। আফিফের সাজঘরে ফেরার পর সৌম্যর সঙ্গী হতে নামেন নুরুল হাসান সোহান।

এ জুটি দলকে টেনে নিয়ে যান ৮৫ রান পর্যন্ত। এবার সৌম্যকে হারান সোহান।

ব্যাটারদের এমন আশা-যাওয়ার মিছিলে ভরসা হয়ে দাঁড়িয়েছিলেন সৌম্য। কিন্তু তিনিও সেই পথের পথিকৃত হলেন। ৩৭ রানের ইনিংস সমাপ্ত হলো তার।

অলরাউন্ডার গ্যারেথ ডিলানির বলে আউট হওয়ার আগে ১ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩০ বলে ৩৭ রান করেন সৌম্য।

সৌম্যের পর সাজঘরের পথ ধরেন অলরাউন্ডার শামীম হোসেন পাটওয়ারীও। ৭ বলে মাত্র ১ রান করে সিমি সিংয়ের শিকার তিনি।

তবে দুর্দান্ত ব্যাট করছেন নুরুল হাসান সোহান। ১৮ বলে ৩ বাউন্ডারি হাঁকিয়ে ২৪ রান যোগ করে অপরাজিত তিনি। তাকে সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৬ রান। জয়ের জন্য ৩০ বলে ৮২ রান করতে হবে।