শাবিতে শিক্ষার্থীদের টিকাদান শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান শুরু হয়েছে।

আজ শনিবার সকাল ১০টা থেকে এই টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। শাবির মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যেসব শিক্ষার্থী টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছে, তাদেরকে আজ থেকে টিকা দেওয়া হচ্ছে। প্রথমদিনে মাস্টার্স ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে ২০০ জনকে টিকা দেওয়া হবে।

কবির হোসেন জানান, পর্যায়ক্রমে অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। টিকা পেতে রেজিস্ট্রেশনের মূলকপি ও ফটোকপি এবং বিশ্ববিদ্যালয়ের আইডি সঙ্গে নিয়ে কেন্দ্রে যেতে হবে।