গাছে পেরেক দিয়ে দোয়া লাগানো কি জায়েজ?

প্রশ্ন: গাছে পেরেক ঠুকে তাসবিহ, জিকির, দোয়া ইত্যাদি লিখে প্রচার করা যাবে কি? উত্তর: বর্তমানে কোনো কোনো এলাকায় সড়কের দুপাশে গাছের মধ্যে নানা ধরনের দোয়া ও জিকিরসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়। পথচারীদের আল্লাহতায়ালার কথা স্মরণ ও দোয়া পড়তে উদ্বুদ্ধ করতেই মূলত এ উদ্যোগ। কেননা নিজে দোয়া পাঠ ও জিকির করা যেমন পুণ্যের কাজ ঠিক একইভাবে অন্যকে ভালো কাজ স্মরণ করিয়ে দেওয়াটাও প্রশংসনীয়। মহান আল্লাহ বলেন, ‘আপনি স্মরণ করিয়ে দিন, কেননা স্মরণ করিয়ে দেওয়া মুমিনদের উপকৃত করে।’ (সুরা জারিয়াত, আয়াত: ৫৫)। তবে এ ক্ষেত্রে লক্ষণীয় যে গাছে ঝুলন্ত জিকির ও দোয়াসংবলিত এসব প্লেট সাধারণত টিন বা এ জাতীয় বস্তু দিয়ে তৈরি। যেগুলো পেরেক ঠুকে গাছের শরীরে ক্ষত সৃষ্টি করে লাগানো হয়। তাই এতে উদ্দেশ্য ভালো হলেও প্রক্রিয়াটি শরিয়তের দৃষ্টিতে গর্হিত। কেননা গাছে পেরেক লাগানোর ফলে গাছের ক্ষতি হচ্ছে। একটি জীবের ক্ষতি করে দোয়া প্রচার ও ভালো কাজ করার অনুমতি ইসলামে নেই। গাছ আল্লাহতায়ালার গুণগান করে। তার ধ্যানে সর্বদা মত্ত থাকে, সিজদা করে। পরিপূর্ণভাবে প্রভুর হুকুম মেনে চলে। পবিত্র কুরআনে বলা হয়েছে— ‘তুমি কি দেখ না, আল্লাহকে সিজদা করে যা কিছু আকাশমণ্ডলী ও পৃথিবীতে, সূর্য, চন্দ্র নক্ষত্রমণ্ডলী, পর্বতরাজি ও বৃক্ষলতা, জীবজন্তু ও মানুষের মধ্যে অনেকে। ’ (সুরা হজ, আয়াত:১৮) অপ্রয়োজনে মানুষকে ছায়া ও ফল দেয়, প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এমন গাছ কাটার ব্যাপারে শরিয়তে সরাসরি নিষেধাজ্ঞা বর্ণিত আছে। নবী মুহাম্মদ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি বিনাপ্রয়োজনে গাছ কাটবে, আল্লাহ তার মাথা আগুনের মধ্যে নিক্ষেপ করবে। ’ (সুনানে আবু দাউদ: ৫২৪১) তবে যদি আমরা এমনটি করতেই চাই তাহলে গাছের মালিকের অনুমতি সাপেক্ষে পেরেকের বদলে সুতা দিয়ে গাছের সঙ্গে বেঁধে দিলে তা প্রশংসনীয় হবে।