চট্টগ্রাম টেস্টে অনিশ্চিত সাকিব

পাকিস্তানের বিপক্ষে শুক্রবার শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। চট্টগ্রাম টেস্টে খেলা অনিশ্চিত সাকিব আল হাসানের। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক চোটের কারণে খেলতে পারবেন না।

হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে ছিটকে যান সাকিব। চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজেও খেলা হয়নি এই অলরাউন্ডারের।

রোববার রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সোমবার হাতের এমআরআই পরীক্ষা করান সাকিব। বড় কোনো সমস্যা ধরা না পড়লেও চিকিৎসক জানিয়েছেন, তাকে আরও কিছুদিন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

প্রথম টেস্টে খেলতে না পারলেও ৪ ডিসেম্বর মিরপুরে দ্বিতীয় টেস্টে খেলতে পারেন সাকিব।

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, প্রথম টেস্টে সাকিবের খেলা হচ্ছে না। আপাতত সে ফিজিওর পর্যবেক্ষণে থাকবে। এই কয় দিনে কেমন উন্নতি হয় দেখি।