ইউপি নির্বাচন: মৌলভীবাজারে নৌকা পেলেন যারা

চতুর্থ ধাপে দেশের ৮৪০ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর। এরমধ্যে সিলেট বিভাগের চার জেলায় ৯টি উপজেলায় ৮২টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে।

এর মধ্যে মৌলভীবাজার সদরের ১২টি ইউপির খলিলপুরে মো. অলিউর রহমান, মনুমুখে এমদাদ হোসেন, কামালপুরে মো. আব্দুর রহমান, আপার কাগাবলায়েো. মুজিবুর রহমান, আখাইলকুড়ায় শেখ মো. বদরুজ্জামান চুনু, একাটুনায় মো. আবু সুফিয়ান, চাঁদনীঘাটে আখতার উদ্দিন, কনকপুরে জুবায়ের আহমদ, আমতৈলে মো. মখলিছুর রহমান, নাজিরাবাদে মো. আশিকুর রহমান, মোস্তফাপুরে মো. খসরু আহমেদ এবং গিয়াসনগরে ছুরুক মিয়া।

রাজনগর উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে ফতেহপুরে মো. বখতিয়ার উদ্দিন, উ্ত্তরভাবে মো. সোহেল আলম, মুন্সিবাজারে ছালেক মিয়া, পাঁচগাওয়ে সিরাজুল ইসলাম, রাজনগরে রেজাউল করিম সোহেল, টেংরায় মোহাম্মদ মাহমুদ উদ্দীন, কামারচাকে নজমুল হক এবং মনসুরনগরে মিলন বখত।

তফসিল অনুযায়ী, ২৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ২৯ নভেম্বর বাছাই, ৩০ থেকে ২ ডিসেম্বর আপিল। ৩ থেকে ৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি, ৬ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে।