যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ মুসলিম যুবক হত্যায় ৩ শেতাঙ্গ দোষী সাব্যস্ত

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ মুসলিম যুবক আহমাদ আরবেরি (২৫) হত্যায় অভিযুক্ত তিন শেতাঙ্গকে দোষী সাব্যস্ত করেছেন জর্জিয়ার আদালত।

স্থানীয় সময় বুধবার দুপুরে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আদালতের বিচারকরা এই রায় দেন। খবর বিবিসি ও সিএনএনের।

অভিযুক্তরা হলেন— গ্রেগরি ম্যাকমাইকেল, তার ছেলে ট্র্যাভিস এবং তাদের প্রতিবেশী উইলিয়াম ব্রায়ান।

২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি সকালে জগিং করার সময় মুসলিম ওই যুবককে চোর সন্দেহে গুলি করে হত্যা করা হয়।

আদালতের এই জুরিতে ৯ শ্বেতাঙ্গ নারী, দুজন শ্বেতাঙ্গ পুরুষ এবং একজন কৃষ্ণাঙ্গ পুরুষ ছিলেন। দুদিন ধরে ১১ ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনার পর তাদের এই রায় এসেছে। এতে ২৩ জন সাক্ষ্য দেন।

আদালতকে আসামিরা বলেন, তারা আত্মরক্ষায় গুলি চালিয়েছেন। কিন্তু বাদী পক্ষের আইনজীবী বলেছে, এই হত্যায় বর্ণবৈষম্য স্পষ্টভাবে ফুটে উঠেছে।

আসামিদের বিরুদ্ধে হত্যা, আক্রমণ ও মিথ্যা বলার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তারা আরবেরিকে টার্গেট করেছিল; কারণ সে কৃষ্ণাঙ্গ ছিল।

নিরস্ত্র আহমেদ আরবেরি শ্বেতাঙ্গদের হাতে নিহতের ঘটনার ভিডিও গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

এর পর অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশ। ম্যাকমাইকেলের ব্যাপারে অভিযোগ ছিল হত্যা ও নির্যাতনের।