দিরাইয়ে বসতঘরে আগুন লেগে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

সুনামগঞ্জের দিরাইয়ে শিশুর খেলার ছলে দেয়া আগুনে বসত বাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

বুধবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে দিরাই পৌর সদরের ভরারগাঁও গ্রামের আবু সালেহ ও মনজুর হেলালের বসত বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দিরাই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ওই বাড়ির ১৩টি কক্ষের দরজা-জানালা, টিনের ছাউনিসহ মালামাল পুড়ে অন্ততঃ ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে।

সূত্র আরও জানায়, প্রায় ২০০ ফুট দৈর্ঘ্যের ওই সেমি পাকা বাড়িটিতে দুই চাচাতো ভাই আবু সালেহ ও মনজুর হেলাল যৌথ পরিবার নিয়ে বসবাস করেন। বাড়িটিতে মোট ১৩ টি কক্ষ রয়েছে। একটি কক্ষে গো-খাদ্য (খড়) রাখা ছিল। পরিবারের ৪ বছর বয়সী এক শিশু সকলের অগোছরে খেলার ছলে গ্যাসলাইট দিয়ে খড়ে আগুন দিলে তা মুহুর্তে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। দাউদাউ আগুনের লেলিহান শিখা দেখে গ্রামের লোক ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন।

দিরাই ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইমরুল হক বলেন, প্রাথমিকভাবে জেনেছি একটি শিশু খেলার ছলে খড়ে আগুন দেয়। এ থেকেই সূত্রপাত। আগুনে আনুমানিক ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমরা অন্ততঃ ৬০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করেছি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।