সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে সন্তান জন্ম দিলেন এমপি

প্রসব ব্যথা নিয়ে নিজেই সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়েছেন এই নারী সংসদ সদস্য। হাসপাতালে পৌঁছানোর মাত্র এক ঘণ্টা পর সন্তান জন্ম দেন তিনি।

বিবিসি রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার র নারী সংসদ সদস্য জুলি অ্যান জেন্টার প্রসব ব্যথা শুরু হওয়ার পর নিজেই সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়েছেন।

এ ব্যাপারে জুলি এক ফেসবুক পোস্টে বলেন, আমার আসলে প্রসব ব্যথা নিয়ে সাইকেল চালানোর কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু বাস্তবে সেটাই ঘটেছে।

বিবিসি জানিয়েছে, গ্রিন পার্টির সংসদ সদস্য জুলি সন্তান জন্ম দিতে হাসপাতালে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয় সময় শনিবার রাতে একটু অসুস্থ বোধ করায় নিজেই সাইকেল চালিয়ে হাসপাতালের দিকে রওয়া দেন। পথেই তার প্রসব ব্যথা শুরু হয়। ব্যথা নিয়েই সাইকেল চালিয়ে হাসপাতালে পৌঁছান তিনি। হাসপাতালে পৌঁছানোর ঘণ্টাখানেক পরই এক কন্যা সন্তানের জন্ম দেন জুলি।

বিবিসি জানায়, নিউজিল্যান্ডের নারী রাজনীতিবিদরা অবশ্য মাতৃত্বের ক্ষেত্রে বিশ্বে অনন্য নজির রেখে চলেছেন। ১৯৭০ সালে দায়িত্বে থাকাকালে নিউজিল্যান্ডের এক নারী সংসদ সদস্য সন্তান জন্ম দেন। ১৯৮৩ সালে আরেক নারী সংসদ সদস্য পার্লামেন্টে সন্তানকে স্তন্যপান করিয়ে আলোচনায় এসেছিলেন। নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন দায়িত্ব গ্রহণের পর সন্তান জন্ম দিয়েছেন। তিনি বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি দায়িত্বে থাকাকালে মা হয়েছেন।