জগন্নাথপুরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নিহত ১, আটক ১

সুনামগঞ্জের জগন্নাথপুরে পাওনা টাকা নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও জালালাবাদ গ্রামে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পীরেরগাঁও জালালাবাদ গ্রামের আরশ আলীর কাছে একই গ্রামের ইদ্রিস আলীর ৮৫ হাজার টাকা পাওনা ছিল। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। গত দুই বছর ধরে পাওনা টাকা চাওয়া নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। আরশ আলীর ছেলেরা ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২৬ ডিসেম্বর ভোট দিতে গ্রামে এলে ইদ্রিস আলী টাকার জন্য চাপ দেন।এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে বুধবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পথিমধ্যে আরশ আলী (৬০) মারা যান। উভয় পক্ষের অপর আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে আরশ আলীর মৃত্যু নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। আরশ আলীর ছেলেদের দাবি মারধরের ঘটনায় তার মৃত্যু হয়েছে।

অপরদিকে প্রতিপক্ষ ইদ্রিস আলীর লোকজনের দাবি আরশ আলীকে মারধর করা হয়নি। তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।

জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) মির্জা সাফায়াত হোসেন বলেন, ‘আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইলিয়াস আলী (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে।’