প্রথম ইনিংসে টেইলরকে সম্মান জানানোর কারণ ব্যাখ্যা মুমিনুলের

বাংলাদেশের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্ট দিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টেনেছেন রস টেইলর। কিউই ব্যাটারকে ম্যাচের প্রথম ইনিংসেই ‘গার্ড অব অনার’ দিয়ে সম্মানিত করেন বাংলাদেশি ক্রিকেটাররা। ম্যাচের পর টাইগার অধিনায়ক মুমিনুল হক সৌরভ জানান, প্রথম ইনিংসে টেইলরকে সম্মান জানানোর কারণ। মুমিনুল বলেন, ‘আমরা জানতাম, শেষ দুই দিন বৃষ্টি হবে। আমরা জানতাম এটাই টেইলরের শেষ টেস্ট। তাই আমরা তার ক্যারিয়ারের প্রতি সম্মান দেখানোর জন্য প্রথম ইনিংসে গার্ড অব অনার দেয়ার সিদ্ধান্ত নিই। নিউজিল্যান্ড ক্রিকেটের একজন কিংবদন্তিকে এভাবে সম্মান জানাতে পেরে দলের সবাই খুশি।’ টেইলরকে শুভ কামনা জানিয়ে মুমিনুল বলেন, ‘আমি যখন বড় হয়ে উঠেছি, তখন থেকেই তার খেলা দেখি। তিনি নিউজিল্যান্ডের হয়ে ক্রিকেট খেলছেন। আমার মনে হয়, তিনি নিউজিল্যান্ডের একজন কিংবদন্তি। তিনি ছিলেন নিউজিল্যান্ডের জন্য অসাধারণ এক খেলোয়াড়। যেখানে থেকে ক্যারিয়ার শেষ হলো, এটা ছিল দুর্দান্ত। আমার মনে হয়, তাকে আমরা সবাই মিস করবো, বিশেষ করে নিউজিল্যান্ড ক্রিকেট। ধন্যবাদ, ধন্যবাদ রস, সুন্দর ক্যারিয়ারের জন্য। জীবনের বাকি সময়ের জন্য শুভ কামনা।’