মৌলভীবাজারে ৪০০ পানগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বনাখলাপুঞ্জির একটি পানজুমের প্রায় ৪০০ পানগাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত জুমের মালিক ফ্রেসমিন ওয়ার সোমবার দুপুরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, বনাখলা খাসিয়াপুঞ্জির বাসিন্দা ফ্রেসমিন ওয়ার শুক্রবার বোনের বিয়ে উপলক্ষে কুলাউড়ায় ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা তার পানগাছ কেটে ফেলে। খবর পেয়ে শনিবার বিকালে তিনি পুঞ্জিতে আসেন। রোববার জুমে গিয়ে দেখতে পান তার একটি জুম থেকে প্রায় ৪০০ পানগাছ কাটা পড়েছে।

পাশাপাশি দুর্বৃত্তরা জুম থেকে পানও চুরি করে নিয়ে গেছে। এরপর তিনি শ্রমিকদের দিয়ে কাটা পানগাছগুলো টেনে এক জায়গায় স্তূপ করে রাখেন। পানগাছ কাটায় তার প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফ্রেসমিন ওয়ার বলেন, ধারণা করছি শুক্রবারের দিকে পানগাছ কাটা হয়েছে। পুঞ্জির লোকজনের মাধ্যমে শনিবার খবর পাই। এরপর রোববার জুমে গিয়ে পানগাছ কাটার বিষয়টি দেখতে পাই। প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়ে গেছে আমার। আমরা নিরীহ মানুষ। পান চাষ করেই জীবিকা চালাই। একটা পানগাছের লতা কাটলেই সব শেষ। এ অবস্থায় ৪০০ গাছ কেটেছে।

বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, এ ঘটনায় জুমের মালিক থানায় জিডি করেছেন। তদন্ত চলছে। তদন্তসাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।