শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে আওয়ামী লীগ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শাবিপ্রবি ক্যাম্পাসে পৌঁছে। শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবির পক্ষে তারা অবস্থান নেয়। তবে উপাচার্য ফরিদ উদ্দিন আহমদ পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন অব‌্যাহত থাকবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

শফিউল আলম চৌধুরী নাদেল সাংবাদিকদের বলেন, ‘আমরা সব সময় আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে আছি। তাদের দাবি-দাওয়া নিয়ে কথা বলব। বিষয়টি শীর্ষ পর্যায়ের নেতারা খেয়াল রাখছেন।’

এদিকে মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিল শিক্ষার্থীরা। দুপুর পৌনে ২টার দিকে তারা গোলচত্ত্বর ছেড়ে মিছিল করে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয়। সেখানে তারা নানা প্রতিবাদী স্লোগানে ভিসিকে পদত্যাগের আহ্বান জানায়। এসময় ভিসির বাসভবনটি পুলিশ সদস্যরা ঘিরে রাখেন।

উল্লেখ‌্য, গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে শাবিপ্রবি শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন অব‌্যাহত রাখবে বলে জানিয়েছে।