দিরাইয়ে মোটরসাইকেলচালক খুন, আটক ১

সুনামগঞ্জের দিরাইয়ে ইকবাল হোসেন (৩৬) নামে মোটরসাইকেলচালকে খুন করা হয়েছে। খুনের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।

তিনি শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামের আলা উদ্দিনের ছেলে মইন উদ্দিন ওরফে ভাণ্ডারী (৩৫)।

গোপন সংবাদে অভিযান চালিয়ে পাথারিয়া থেকে দিরাই থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের এক দল সদস্য তাকে আটক করে বলে পুলিশ জানায়।

আটক ভাণ্ডারী মোটরসাইকেলচালক ইকবাল হোসেনের ঘনিষ্ঠ বন্ধু বলে জানিয়েছেন তার পরিবার।

এই ভাণ্ডারীর সঙ্গেই ইকবাল মাঝে মাঝে দুই-তিন দিন বাড়ির বাহিরে থাকতো বলে জানা যায়।

পুলিশ জানায়, আটকের পর ভাণ্ডারীকে জিজ্ঞাসাবাদের জন্য দিরাই থানায় রাখা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ইকবাল হোসেন নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। তিনি দিরাই পৌরসভার দাউদপুর এলাকার ছটাই উল্লার ছেলে। দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের দত্তগ্রাম ও মধুরাপুরের মধ্যবর্তী লাউরানজানী ব্রিজের পাশে সোমা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান দিরাই থানা পুলিশ।

দিরাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম জানান, মটরসাইকেলচালক ইকবালের লাশ উদ্ধারের পর তিনি খুন হয়েছে বলে সন্দেহ হয়। এ ঘটনায় জড়িত থাকায় সন্দেহভাজন হিসেবে মইন উদ্দিন ওরফে ভাণ্ডারী নামে ইকবালের এক ঘনিষ্ঠ বন্ধুকে রাত ৮টার পর আটক করা হয়েছে।