নাচে-গানে সিলেটে রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপন

সিলেটে যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রোববার সকালে নগরীর পূর্ব শাহী ঈদগাহের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন স্বরূপ গান, কথা, কবিতা ও নৃত্যের সমন্বয়ে কবি প্রণাম অনুষ্ঠানের।

জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লোকসংস্কৃতি গবেষক অধ্যাপক ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ।

আবৃত্তিশিল্পী নাফিসা তানজীনের পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান, কবিতা এবং গানের সঙ্গে নৃত্য পরিবশেন করে একাডেমির শিক্ষার্থী, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, একাডেমী ফর মণিপুরী কালচার অ্যান্ড আর্টস, সুরের ভুবন, ললিত মঞ্জরী ও নৃত্যরথ। একক পরিবেশনায় ছিলেন সুদীপ্তা পাল শাঁওলী।