টুইটার কেনার চুক্তি স্থগিত করলেন ইলন মাস্ক

স্পাম আর ভুয়া অ্যাকাউন্টের কারণে এখনই টুইটার কিনছেন না বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। হঠাৎ করেই শুক্রবার টুইটারের সঙ্গে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে চুক্তি স্থগিতের ঘোষণা দেন তিনি।

শুক্রবার (১৩ মে) এই চুক্তি স্থগিত করা হয় বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছেন।

এক টুইটে ইলন মাস্ক বলেছেন, টুইটারে স্প্যাম বা জাল অ্যাকাউন্ট ৫ শতাংশেরও কম ব্যবহারকারীর প্রতিনিধিত্ব করে, এমন দাবির পক্ষে বিস্তারিত তথ্য না আসা পর্যন্ত এ চুক্তি সম্পন্নের প্রক্রিয়া স্থগিত থাকবে।

ইলন মাস্ক টুইটারে এ ঘোষণার পাশাপাশি বার্তা সংস্থা রয়টার্সের একটি নিউজ শেয়ার করেছেন। যেখানে বলা হয়, চলতি বছরের প্রথম প্রান্তিকে মনিটাইজ করার যোগ্য এমন স্বক্রিয় ব্যবহারকারীর পাঁচ শতাংশের কম অ্যাকাউন্ট ভুয়া। ইলন মাস্কের এ ঘোষণার পর টুইটারের শেয়ারের দাম ২০ শতাংশ কমে গেছে।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি টেসলা ইনকরপোরেটেড ও স্পেস এক্সের প্রধান মাস্ক এর আগে জানিয়েছিলেন, টুইটার কিনে নেওয়ার পর তার অগ্রাধিকারভিত্তিক কাজগুলোর মধ্যে একটি হবে টুইটার থেকে স্প্যাম বট অপসারণ করা।

তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি টুইটার।

সূত্র : রয়টার্স