বৃষ্টির কারনে খেলা শুরু হতে বিলম্ব

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ- প্রথম ইনিংসে ৩১৮/৩ (১০৭ ওভার); শ্রীলঙ্কা- প্রথম ইনিংসে ৩৯৭

বৃষ্টির কারণে চতুর্থ দিন বুধবারের (১৮ মে) খেলা যথা সময়ে শুরু হয়নি। ৩০ মিনিট দেরিতে তথা সাড়ে দশটায় শুরু হয়েছে চতুর্থ দিনের খেলা। তবে এখন কোনো বৃষ্টি নেই। মাঠ ভেজা থাকার কারণে ৩০ মিনিট দেরি হয়েছে।

স্থানীয় সময় ৯টা ৪০ মিনিট পর্যন্ত বৃষ্টি ছিল। তৃতীয় দিন শেষে- সাগরিকার পাড়ে ব্যাট হাতে বাংলাদেশ একটি দারুণ দিন কাটিয়েছে।

তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩১৮। এখনো পিছিয়ে আছে ৭৯ রানে। হাফ সেঞ্চুরি করে দিন শেষে অপরাজিত আছেন মুশফিক-লিটন। ১৩৪ বলে মুশফিক ৫৩ ও লিটন ১১৩ বলে ৫৪ রান করেন। দুজনের জুটি থেকে আসে ২১১ বলে ৯৮ রান। লিটন ক্রিজে নামেন তামিম ইকবাল রিটায়ার্ড হার্ট হলে। তামিম ২১৭ বলে ১৩৩ রান করেন। ৭৬ রানে বাংলাদেশ দিন শুরু করে।

তামিম সেঞ্চুরি করলেও জয় ফেরেন ৫৮ রান করে। ব্যর্থ ছিলেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। শান্ত ১ ও মুমিনুল ২ রান করেন। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন কাসুন রাজিথা। তিনি বিশ্ব ফার্নান্দোর কনকাশন সাব হয়ে নেমেছিলেন।