হলে যাচ্ছেন মুশফিক, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলবেন না

হজ পালনের উদ্দেশে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে (বিসিবি) ছুটি চাইলে এটি মঞ্জুরও করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

শনিবার (২১ মে) মুঠোফোনে তিনি বলেন, ‘মুশফিক এক মাস আগেই হজ পালনের জন্য ছুটি চেয়েছিল। আমরা বলেছি ঠিক আছে বিষয়টা দেখছি। এখন তার ছুটি অনুমোদন হয়েছে। সে ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে যাচ্ছে না।’

এই সফরে বাংলাদেশ ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। ১৫ জুন থেকে শুরু হয়ে ১৬ জুলাই পর্যন্ত খেলাগুলো হবে। ২২ জুন মুশফিকের হজের জন্য সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে থাকা দুটি টেস্টে মুশফিকের না থাকা বাংলাদেশকে ভোগাবে। সদ্য শেষ হওয়া চট্টগ্রাম টেস্টে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার রান করেন মুশফিক।