ইমরান খানের ‘লং মার্চ টু ইসলামাবাদ' ঠেকানোর ঘোষণা

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা রাজধানী ইসলামাবাদে ইমরান খানের লং মার্চ হতে দেবে না।

২৫ মে বুধবার ইসলামাবাদে লং মার্চের ডাক দেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

ইসলামাবাদে একটি সংবাদ সম্মেলনে মন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, সরকার পিটিআইকে লং মার্চের আড়ালে ‘আতঙ্ক এবং বিশৃঙ্খলা’ ছড়াতে দেবে না। তাদের আটকানো হবে যেন তারা বিভ্রান্তিকর এজেন্ডা প্রচার না করতে পারে।

তিনি আরও বলেন, তারা মানুষকে হেনস্তা করা থেকে এখন বুলেটে গেছে। লাহোরে একজন পুলিশ কনস্টেবলকে হত্যা করা হয়েছে।

রানা সানাউল্লাহ দাবি করেছেন, পিটিআইয়ের নেতারা খাইবার পাখতুনকায় জড়ো হয়েছে। তারা সেখান থেকে উচ্ছৃঙ্খল জনতা এনে সরকারের ওপর আঘাত হানার পরিকল্পনা করছে।

তিনি বলেছেন, তারা উচ্ছৃঙ্খল হয়ে আসতে চাচ্ছে। এটির কোনো সাংবিধানিক বৈধতা নেই। এটি হতে দেওয়া হবে না।

তিনি আরও জানান, ইমরান খান পাকিস্তানকে ভাগ করতে চাচ্ছেন। তার কথায় কান না দিতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন রানা সানাউল্লাহ। এদিকে ইমরান খানের লং মার্চকে ঘিরে দুইদিন যাবত উত্তপ্ত হয়ে আছে ইসলামাবাদ।

লং মার্চ ঠেকাতে বিভিন্ন প্রদেশ থেকে অতিরিক্ত পুলিশ ও প্যারামিলিটারি সদস্যদের নিয়ে এসেছে দেশটির সরকার।