টিকটকের সেই সুহেল মৌলভীবাজারে আটক

টিকটকের প্রেম থেকে বিয়ে,তারপর ভারতে পাচারর করে দেয়া চক্রের সেই সোহেল মিয়া ২৭ আটক করেছে র‌্যাব-৯, সিলেট।

মঙ্গলবার (২৪ মে) সকালে মৌলভীবাজার জেলার সদর থানা সায়েস্তাগঞ্জ থেকে আটক করেছে র্যাব ৯। পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৫ মে ভারত থেকে পালিয়ে লালমনিরহাটের পাটগ্রাম থানায় আশ্রয় নেন ২২ বছর বয়সী নূরবানু (ছদ্মনাম)। নূরবানুর বাড়ি পাবনার সাথিয়ায়।

তিন বছর আগে হবিগঞ্জের নবীগঞ্জের সোহেলের (২৮) সাথে টিকটক ও ফেসবুকের মাধ্যমে প্রেম হয় নুরবানুর। নূরবানু ভারতে পাচার হওয়ার লোমহর্ষক বর্ণণা দেন।

তিনি জানান, তিন বছরের প্রেমের এক পর্যায়ে তার প্রেমিক তাকে ভারতে পাচার করে দেয়। সেখানে অনেক ঝগড়া করে বাংলাদেশে ফেরত আসেন। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি তারা বিয়ে করেন। বিয়ের পরে সোহেল নুরবানুকে লালমনিরহাটের পাটগ্রামে পাঠিয়ে দেন। পাটগ্রাম থেকে তাকে ভারতে পাচার করা হয়। বুঝতে পেরে ভারত থেকে সুকৌশলে সীমান্ত পেড়িয়ে পাটগ্রাম থানায় আশ্রয় নেন।

এ বিষয়ে গেল ২১ মে পাটগ্রাম থানায় একটি মামলা হয়। তারপর পুলিশ পাচারকারী চক্রের ৩ জনকে আটক করে। আটককৃতরা হলেন— আশরাফুল ইসলাম, মোকছেদুল হক ও চম্পা বেগম।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, ‘আমরা জানতে পেরেছি সোহেলকে আজকে আটক করা হয়েছে। এখনো অফিসিয়ালি ম্যাসেজ পাইনি।’