ধলাই নদীতে পানি বৃদ্ধি

ধলাই নদীতে পানি বৃদ্ধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রোববার সকাল থেকে বৃষ্টি না হলেও আকস্মিকভাবে বিকাল ৫টা থেকে দ্রুতগতিতে পাহাড়ি ঢলের কারণে ধলাই নদীতে পানি বৃদ্ধি পেতে শুরু করেছে।

কমলগঞ্জে অবস্থানরত পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের পর্যবেক্ষক সাকিব আহমেদ জানান, পানি উন্নয়ন বোর্ডের রিডিং অনুযায়ী সন্ধ্যা ৬টায় ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে ১৮.১৮ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে; যা বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ধলাই নদীর পানি এখনো বিপৎসীমা অতিক্রম না করলেও মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কারণ ধলাই নদীর আদমপুর, মাধবপুর, মুন্সিবাজার ও পৌর এলাকার ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের প্রায় ১০ স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পানি আরও বৃদ্ধি পেলে বাঁধ ভেঙে ফসল ও সম্পদহানির আশঙ্কা রয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দীন বলেন, বন্যার আগাম প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে উপজেলায় ৮টি অস্থায়ী বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ধলাই নদীর দিকে সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে।