বন্যার পানিতে সরকার ভেসে যাবে: আফরোজা আব্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, এই অবৈধ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করে রেখেছে, যাতে তিনি জনগণের কাছে যেতে না পারেন। এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী আকাশপথে সিলেট ঘুরে গেছেন। যদি বন্যাকে উনার কাছে নেওয়া যেত তাহলে মনে হয় উনার জন্য আরও ভালো হতো। আমাদের দলের নেতাকর্মীরা প্রতিনিয়তই মানুষদের কাছে যাচ্ছেন, সহায়তা দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, দেশের মানুষ যখন বন্যার পানিতে ডুবছে তখন সরকার পদ্মা সেতু উদ্বোধনের নামে বিদেশি শিল্পী এনে উৎসব করেছেন। কারণ জনগণের সঙ্গে এই সরকারে কোনো সম্পর্ক নেই। এই বন্যার পানিতে অবৈধ সরকার ভেসে যাবে। রোববার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালাপুর ইউনিয়নের আনিলগঞ্জ বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে দুর্গত মানুষদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণকালে সভাপতির বক্তব্যে আফরোজা আব্বাস এসব কথা বলেন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, সহ সভাপতি নেওয়াজ হালিমা আরলি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহানা আক্তার শানু, নায়েবা ইউসুফ, সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক নুরুন নাহার রেজা শিল্পী। মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বলেন, আমরা ঢাকা থেকে শুনেছি সিলেটে বন্যা হয়েছে, মানুষ ভেসে যাচ্ছে। আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন নিজেদের সাধ্যমতো বানভাসি মানুষদের সহায়তা করার জন্য। ১৯৮৮ সালের ভয়াবহ বন্যায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের ঘরে ঘরে গিয়েছিলেন, মানুষের নিজ হাতে সহায়তা করেছিলেন। কিন্তু অবৈধ সরকারের প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে সিলেটে এসে সেলফি তুলে গেছেন। এ সময় উপস্থিত ছিলেন- মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি সামিয়া বেগম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রোকশানা বেগম শাহনাজ, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী, সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, সাংগঠনিক সম্পাদক পলিনা রহমান, জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহপরান, মনিরুল ইসলাম তোরন, শামসুর রহমান শামীম, জিল্লুর রহমান সুয়েব, আব্দুস শহীদ পংকি,আব্দুল হাই মাসুক, বদরুল ইসলাম জয়দু, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিলি আক্তার, সহ সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার, জেলা বিএনপি নেতা লোকমান আহমদ, জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা, বিএনপি নেতা মাহবুব আলম, রায়হানুল হক, আহাদ চৌধুরী শামীম, জেলা যুবদল নেতা আবুল কাশেম, হারুনর রশিদ প্রমুখ।