সুনামগঞ্জে বানভাসিদের মধ্যে নেই ঈদ ভাবনা

বন্যার প্রভাব পড়েছে সুনামগঞ্জের সর্বত্র। তাদের মধ্যে নেই কোনো ঈদ ভাবনা। কোরবানির পশুর হাটগুলোতে বিক্রি কম। দাম নিয়ে ক্রেতাদের কোনো বাড়তি অভিযোগ নেই। মোটামুটি দামের মধ্যেই রয়েছে কোরবানির গরু। ফলে স্বস্তিতে রয়েছেন ক্রেতারা। বিপাকে রয়েছেন পশু বিক্রেতারা। এবার জেলার ১২টি উপজেলায় স্থায়ী এবং অস্থায়ী মিলে প্রায় শতাধিক পশুরহাট বসেছে। এসব হাটে স্থানীয় কৃষক ও খামারিদের পালিত গরুই বেশি। বন্যার প্রভাবে খামারি এবং কোরবানি গরু পালনকারীরা রয়েছেন দুশ্চিন্তায়।