অভিনব পদ্ধতিতে এলএসডি বহন

অভিনব পদ্ধতিতে এলএসডি বহন

রাজধানীতে অভিনব পদ্ধতিতে লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড (এলএসডি) বহনের সময় এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়।

বুধবার (৬ জুলাই) সকালে ঢাকা মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এলএসডি বহনে নতুন নতুন পদ্ধতি ব্যবহার করছে কারবারিরা। এবার ব্যবহার করা হয়েছে পেপার স্ট্রিপ।

বিষয়টি নিয়ে সুব্রত সরকার বলেন, দীর্ঘদিন নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভয়ংকর মাদক এলএসডি মিশ্রিত ৯৬ পিস রঙিন প্রিন্টেড ব্লট পেপার স্ট্রিপ জব্দ করা হয়।

প্রাথমিকভাবে গ্রেপ্তারের নাম-ঠিকানা জানা যায়নি। এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এলএসডি গ্রহণে মানুষের হৃৎস্পন্দন, রক্তচাপ, শ্বাস-প্রশ্বাসের মাত্রা এবং শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়াসহ নানা সমস্যা শুরু হয়। এ ছাড়া অনেকের ক্ষেত্রে অনিদ্রা, ক্ষুধামন্দা, অতিরিক্ত ঘামসহ বিভিন্ন ধরনের মানসিক সমস্যাও তৈরি হয় বলে জানাচ্ছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন।