গুগলে বিভ্রাট

মঙ্গলবার বিশ্বব্যাপী প্রায় এক ঘণ্টার জন্য বন্ধ ছিল জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টর ডটকম বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করে। গুগলের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হয়, বিভ্রাট দেখা দেওয়ার কারণ ছিল সফটওয়্যার আপডেট জটিলতা। ডাউন ডিটেক্টর ডটকম ওয়েবসাইটটি জানায়, মঙ্গলবার (৯ আগস্ট) ৪০টি দেশে লাখ-লাখ ব্যবহারকারী সমস্যার মুখোমুখি হন। রেকর্ড করা হয়েছে বিভ্রাটের বহু রেকর্ড। যখনই কোনো শব্দ বা বিষয় খোঁজার চেষ্টা করা হচ্ছিল, দেখা দিচ্ছিল ত্রুটি। বারবারই অপেক্ষা করার বার্তা আসছিল। অন্য একটি বার্তায় গুগল দুঃখ প্রকাশ করলেও; অভ্যন্তরীণ সার্ভারে ত্রুটির কথা জানাচ্ছিল। পুনরায় চেষ্টার অনুরোধ জানানো হয়। এদিকে সোমবার গুগলের একটি ডেটা সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এর কারণে মঙ্গলবার এমন বিভ্রাট দেখা দিয়েছিল বলেও সন্দেহ করছেন অনেকে৷ তবে গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, সফটওয়্যার আপডেটের কারণেই এমনটি হয়েছে৷ বর্তমানে সার্চ ইঞ্জিনটি স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারছেন ব্যবহারকারীরা৷