জন্মদায়িনী নাইতো ঘরে

জন্মদায়িনী নাইতো ঘরে

সেই যে কবে গেলেন মরে

শূণ্য আমার ঘর


হাসি খুশী হৈ হুল্লোড় 

বহু আগে হয়েছে দূর

বিষাদী অন্তর


কৈলাশ থেকে আসছে ঊমা

স্বর্গ থেকে আসে না মা

হলো দশ বছর


দেবী দূর্গা দশভূজা

দিকে দিকে তোমার পূজা

মত্ত চরাচর


মা আমার কেমন করে

আসবে ফিরে আমার তরে

শেখাও ছুঃ মন্তর


আমার ব্যথা আমার থাকে

সবাই পূজার ঘূর্ণিপাকে

সেবিছে ঈশ্বর


জাতি ধর্ম বর্ণ সবে

মাতো পূজার মহোৎসবে

করছি করজোড়


মৃন্ময়ে চিন্ময়ী মা

তোমার পায়ে চাইছি ক্ষমা

পূজীব তোমায় জনম জনম ভর।


লেখক :ধ্রুব গৌগৌতম