পূর্ণিমার আলোয়

লেখক ::রাহনামা শাব্বীর চৌধুরী

দেখি তার মুখখানি ভাসে

বুকের গহীনে আপন শহর

আমি বই পড়ি কবিতার ছন্দ খুঁজি

দাড়ির ভাঁজে নেতিয়ে পড়ে

শিহরিত চোখ স্বপ্নের সীমাহীন আলোয়

যেতে চাই দূরে বহুদূরে

চাইলে কি যাওয়া যায় অচেনা ভিড়ে

যেখানে মানুষগুলো সচল নিজ নিজ কাজে

আমি চাই নিরব নিস্তব্ধ প্রহর

পূর্ণিমার আলোয় একটি রাত চলে যাবে

চারিদিকে রূপালী আলোর ঝিলিক

ঝিঁঝিঁ পোকা উড়ায়

ভালোবাসার সাধ।

লেখক ::রাহনামা শাব্বীর চৌধুরী ।