গরুর খামার পরিদর্শনে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট

ছাতক উপজেলার চেচান বাজারে চেচান গ্রামে শাহবাড়ীতে একটি গরুর খামার স্হাপনে পরিবেশ দুষণে স্থানীয়দের অভিযোগে খামার পরিদর্শন করেন "হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ" (মানবাধিকার) সিলেট বিভাগীয় কমিটি। (৬ নভেম্বর) রোববার বিকেল ৩টায় এ খামার পরিদর্শন করেন “হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ" (মানবাধিকার) সিলেট বিভাগীয় কমিটির প্রতিনিধি দল। গরুর খামারের বর্জ্যে পানি ও বায়ু দূষণের শিকার হয়ে দুর্ভোগে

পড়েছেন আশেপাশের অনেক মানুষ এমন অভিযোগে ছাতকের চেচান বাজারের শাহবাড়ি বাউর গ্রামের শাহ কোহিনুর আলম  বাদী হয়ে গত (২৭ অক্টোবর) "হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ (মানবাধিকার) এর মাধ্যমে পরিবেশ দুষনে খামার বন্দের দাবীতে একই এলাকার শাহ শফিকুল ইসলামের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মহা পরিচালকের বরাবর আবেদন করলে বিভাগীয় কমিশনারের কার্যালয় অবগত হয়ে গত (৩০অক্টোবর) সিলেট বিভাগীয় কার্যালয়ে শুনানী অনুষ্টিত হয়। 

এতে শাহ শফিকুল ইসলাম পরিবেশ দুষণে গরুর খামার প্রতিক্রিয়ায় কোনো সন্তোষজনক উত্তর দিতে না পারায় পুনরায় আগামী (১০ নভেম্বর) পরবর্তী শুনানীর তারিখ ধার্য্য ক্রমে গত (২ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কমিশনার এর কার্যালয়ের দুই সদস্যের প্রতিনিধি দল চেচান গ্রামে গরুর খামার পরিদর্শন করেন৷ 

এরই পরিপ্রেক্ষিতে অদ্য (৬ নভেম্বর) "হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ, সিলেট বিভাগীয় কমিটির ৪'সদস্যের প্রতিনিধি দল সরেজমিন চেচান গ্রামে গরুর খামার পরিদর্শন করেন।পরিদর্শনে তদন্ত কমিটির প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. দেলোয়ার হোসাইন খান,সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. দিলোয়ার হোসেন, দফতর সম্পাদক সামাদ হোসেন,সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আবু সঈদ,ধর্ম বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম, চিকিৎসা বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহিবুর রহমান জাহাঙ্গীর, সাবেক ইউপি সদস্য গোলাম কিবরিয়া বাদল, প্রবীণ মুরুব্বী সানুর আলী, চেচান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জুলহাস মিয়া, ধারণ বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু রায়হান, সালিশ ব্যক্তিত্ব আনছার উদ্দিন সহ আরো অনেক।