সিলেটে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ঢল

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিসহ বিভিন্ন ইস্যুতে সিলেট বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ। বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে সমাবেশ। ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা। হাতে হাতে প্ল্যাকার্ড, ব্যানার, নেতাকর্মীদের ছবি ও ধানের শীষ লেখা সংবলিত ফেস্টুন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তারা। গণপরিবহন বন্ধ থাকায় পথ ভেঙে ভেঙে বিকল্প উপায়ে দলবদ্ধ হয়ে সমাবেশস্থলে আসেন তারা। সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার থেকে সিলেটে প্রবেশমুখে বিভিন্ন পয়েন্টে সরকার দলীয় নেতাকর্মীদের বাধা দেয়ার অভিযোগ করেছেন অনেকেই। গণপরিবহন বন্ধ থাকায় সুনামগঞ্জ থেকে ইঞ্জিচালিত নৌকা ও বাল্কহেডে করে সিলেট নগরীর কানিশাইল মজুমদার পাড়া খেয়াঘাটে নেমে সমাবেশস্থলে আসেন হাজার হাজার নেতাকর্মী। এদিকে হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন উপজেলা থেকে কেউ পায়ে হেঁটে, মোটরসাইকেলসহ বিভিন্ন উপায়ে আসছেন। 

শুক্রবার রাতের মধ্যেই হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে পৌঁছান। রাতে মাঠেই সমবেত হয়ে উৎসব করেছেন অনেকে। মাঠেই রাত্রিযাপন করেছেন তারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির কেন্দ্রীয় নেতারা রাতেই সিলেটে পৌঁছান।