হংকংয়ে অভিবাসী দিবস পালিত, ৩ প্রবাসীকে সম্মাননা

বিপুল উৎসাহ-উদ্দীপনায় রোববার হংকংয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল- ‘থাকব ভালো, রাখব ভালো দেশ/ বৈধ পথে প্রবাসী আয়, গড়বো বাংলাদেশ’। এ উপলক্ষ্যে হংকংয়ের বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে দু’টি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে হংকং পার্কে বাংলাদেশী নারীকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক ছুটির দিনের (রোববার) ওই আয়োজনে প্রায় দুই শতাধিক নারীকর্মীর প্রাণবন্ত অংশগ্রহণ ছিল। অনুষ্ঠানে নারীকর্মীরা তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। তাদের হংকংয়ে আসার সুযোগ করে দেয়ায় সরকারসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। কর্মীদের বিভিন্ন কাজে সহযোগিতা প্রদান, প্রতিমাসের শেষ রোববার তাদের জন্য অফিস খোলা রাখায় কনস্যুলেট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রবাসীরা। পরে বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণের স্বীকৃতি স্বরূপ তিন প্রবাসীকে প্রথমবারের মতো সম্মাননা ও রেমিট্যান্স এ্যাওয়ার্ড প্রদান করা হয়। কনস্যুলেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মাননা ও রেমিট্যান্স এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাএতে বক্তব্য রাখেন কনসাল জেনারেল মিজ ইসরাত আরা। কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারী, বাংলাদেশ এসোসিয়েশন অব হংকং-এর নেতৃবৃন্দ, হংকংস্থ বিভিন্ন সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। কনসাল (শ্রম) জাহিদুর রহমান অনুষ্ঠান দু’টি সঞ্চালনা করেন।