সময়ের দুই সেরা ফুটবলার লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো দ্বৈরথ সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং জনপ্রিয় হয়ে উঠেছিল লা লিগার বদৌলতে। দুজন স্প্যানিশ লিগ খেলার ফলে প্রতি মৌসুমে মুখোমুখি হতো দুই তারকাকে।
তবে সেই চিত্র বদলে গেছে। রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাস এবং ম্যানচেস্টার ইউনাইটেড পাড়ি দিয়ে বর্তমানে আছেন সৌদি আরবের ক্লাব আল নাসরেতে। অন্যদিকে মেসিও স্প্যানিশ ক্লাব বার্সেলনা ছেড়ে বর্তমানে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) অবস্থান করছেন। ফলে দুই ফুটবলারের বর্তমানে মুখোমুখি হওয়া হয় না আগের মতো।
বিশ্বজুড়ে সব দর্শক অবশ্য মেসি-রোনালদো দ্বৈরথ দেখতে মুখিয়ে আছে। যার ফলে প্রায় দুই বছর পর এই ফুটবলারদের মুখোমুখি হওয়া ম্যাচ নিয়ে দর্শক আগ্রহ তুঙ্গে। সময়ের এই দুই সেরা তারকা সর্বশেষ মুখোমুখি হয়েছে ২০২০ সালের ডিসেম্বরে। চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাস বনাম বার্সেলোনা ম্যাচে।
দুই বছর পর দুই তারকা ফুটবলার আবার মুখোমুখি হচ্ছে। এবার রোনালদোর নতুন ক্লাব আল নাসরে এবং মেসির পিএসজি বদৌলতে দুই তারকা মুখোমুখি হচ্ছে। অবশ্য রোনালদোর ক্লাব আল নাসরের সঙ্গে সৌদির আরেকটি ক্লাব আল হেলালের ফুটবলাররাও মিলিত হবে মেসির পিএসজির বিপক্ষে খেলার জন্য।
রোনালদোদের বিপক্ষে এই ম্যাচ খেলার জন্য মেসির ক্লাব পিএসজি ১০ মিলিয়ন ইউরো আয় করে নেবে। বাংলাদেশি অর্থমূল্যে যা ১১২ কোটি ৬৭ লাখ ৮৭ হাজার টাকার সমান।
অর্থাৎ, এই ম্যাচ খেলার জন্য মেসি-কিলিয়ান এমবাপ্পে, সার্জিও রামোসরা প্রতি সেকেন্ডে আয় করবেন ২ লাখ ৮ হাজার ৬০০ টাকারও বেশি করে।
ফ্রান্সের সংবাদমাধ্যম এল'ইকুপে এমন তথ্য প্রকাশ করেন।
মন্তব্য