শাবিতে ভবন থেকে পড়ে আহত শ্রমিকের মৃত্যু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ওয়ার্কশপের দোতলা থেকে পড়ে গুরুতর আহত হওয়া রঙমিস্ত্রি মো. নাঈম আহমেদ (২০) মারা গেছেন।

বুধবার সকাল সাড়ে ৭টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন নাঈমের চাচা মো. ইমরান আহমেদ।

নিহত নাঈম আহমেদ সিলেট নগরীর জালালাবাদ থানার আওতাধীন ইন্নাতাবাদ গ্রামের মো. ওয়াতির আলীর ছেলে।

গত সোমবার বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন দোতলা ওয়ার্কশপে রঙের কাজ করতে গিয়ে বাঁশ ভেঙে পড়ে গেলে নাঈমকে গুরুতর আহতাবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত দুদিন লাইফসাপোর্টে ছিলেন তিনি।

সেখানে উপস্থিত নির্মাণ শ্রমিকরা জানিয়েছিলেন, ভবনের ওপর থেকে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তার নাক-মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। মুখের চোয়ালে ও মাথায় আঘাত লেগেছিল নাঈমের। পরে বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষার্থী প্রথমে নাঈমকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে; সেখান থেকে নগরীর রাগীব-রাবেয়া মেডিকেল এবং সর্বশেষ সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নিয়ে যান। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়।