বিয়েবাড়িতে টেবিল বসিয়ে ‘হোটেল ব্যবসা’ বন্ধের দাবি

বিয়েবাড়িতে টেবিল বসিয়ে উপহারসামগ্রীর নামে ‘হোটেল ব্যবসা’ বন্ধের দাবিতে চাঁদপুরে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মার্চ) দুপুরে শহরের বাবুরহাট বাজারে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমী এ কর্মসূচি পালন করে ‘চির সবুজ সোসাইটি অব বাংলাদেশ’ নামের একটি সামাজিক সংগঠন।

সমাবেশে বক্তারা বলেন, প্রতিটি বিয়ে বাড়িতে উপহারসামগ্রী উপহারের অর্থ সংগ্রহে একটি টেবিল বসানো হয়। এতে আমন্ত্রিত অতিথিরা সামাজিক অবস্থানের কথা চিন্তা করে বাধ্য হয়ে উপহার সামগ্রী বা অর্থ প্রদান করেন, যা অনেক সময় তাদের জন্য ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। পরবর্তীতে এসব বিভিন্ন উপহারসামগ্রী নিয়ে বিভিন্ন মন্তব্য করেন অনেকে। তাই অতিথিদের দেয়া উপহারসামগ্রী প্রকাশ্যে টেবিল বসিয়ে নয়, গোপনে নেওয়ার দাবি জানান বক্তারা। এ ছাড়াও জামাই বাজার, আড়াইয়া বাজারের নামে সামাজিক বিভিন্ন অপসংস্কৃতি বন্ধের দাবি জানান তারা।

এ সময় সংগঠনের সহসভাপতি মো. বশির পারভেজ, সাধারণ সম্পাদক মো. মেহেদি হাসান, সাংগঠনিক সম্পাদক মো. মমিন খান, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, শিক্ষাবিষয়ক সম্পাদক শাহআলম প্রধানিয়াসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।