এক বছর পর পূর্ণাঙ্গ হলো সিলেট জেলা বিএনপি’র কমিটি

এক বছর পর পূর্ণাঙ্গ হয়েছে সিলেট জেলা বিএনপি’র কমিটি। ইতিমধ্যে কেন্দ্র থেকে কমিটি অনুমোদন হয়েছে। তবে পূর্ণাঙ্গ কমিটিতে কারা রয়েছে তাদের নাম গত রাত ৮টা পর্যন্ত ঘোষণা করা হয়নি। এ কমিটির দিকে তাকিয়ে ছিলেন সিলেট বিএনপি’র নেতাকর্মীরা। এতোদিন জেলার ৩ সদস্যবিশিষ্ট কমিটি দিয়ে কার্যক্রম চলেছিল। পূর্ণাঙ্গ কমিটি গঠন হওয়ায় কার্যক্রমে গতি ছাড়াও আন্দোলন-সংগ্রামে আরও জোড়ালো ভূমিকা রাখা সম্ভব হবে বলে জানিয়েছেন নেতাকর্মীরা। গতকাল সন্ধ্যায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমিটি অনুমোদন করেছেন। গত বছরের ২৯শে মার্চ সিলেট জেলা বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। রেজিস্ট্রারি মাঠে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে সম্মেলন শেষে ভোট গ্রহণ করা হয়। এতে জেলার অধিভুক্ত ১৮টি ইউনিটের কাউন্সিলররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।ভোটে সভাপতি নির্বাচিত হন আব্দুল কাইয়ূম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক হন শামীম আহমদ। জেলা বিএনপি’র নেতারা জানিয়েছেন ভোটে ৩ সদস্য নির্বাচিত হওয়ার পর বলা হয়েছিল স্বল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। কিন্তু নানা কারণে সেটি করা সম্ভব হয়নি। এ বছরের শুরুতে জেলার নেতারা কমিটি পূর্ণাঙ্গ করার কাজ শুরু করেন। তারা জানিয়েছেন, জেলার নেতারা চেয়েছিলেন দু’ধাপে কমিটি ঘোষণা করতে। এ কারণে প্রথমে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি কেন্দ্রের কাছে জমা দেয়া হয়েছিল। পরবর্তীতে হাইকমান্ডের নির্দেশের ১৫১ সদস্য কমিটি জমা দেয়া হয়। গত সপ্তাহের শেষদিকে এ কমিটি জমা দেয়া হয় বলে জানান তারা। এদিকে জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটিতে প্রবীণ নেতাদের সঙ্গে নবীন নেতারাও প্রাধান্য পেয়েছেন। যারা আন্দোলন সংগ্রামে মাঠে ভূমিকা রেখেছেন তাদেরকে কমিটিতে প্রাধান্য দেয়া হয়েছে। জেলার সিনিয়র সহ-সভাপতি পদে এডভোকেট আশিক উদ্দিনকে প্রাধান্য দেয়া হয়েছে। পাশাপাশি এবারের কমিটিতে সহ-সভাপতির তালিকা দীর্ঘ হচ্ছে। অনেক নেতাই রয়েছেন যাদেরকে বাদ দিয়ে কমিটি গঠন সম্ভব নয়। এ কারণে তাদের নাম কমিটিতে যোগ্যতম স্থানে রাখা হয়েছে বলে জানিয়েছেন নেতারা। যুগ্ম সম্পাদকদের তালিকা নিয়েও কিছু সিদ্ধান্তহীনতায় পড়েছিলেন সিলেটের নেতারা। এ কারণে কিছু সিদ্বান্ত তারা কেন্দ্রের জন্য রেখেছেন। কেন্দ্রীয় নেতারা সে সিদ্ধান্ত চূড়ান্ত করে কমিটি অনুমোদন দেন। জেলার যুগ্ম সম্পাদক পদে ইশতিয়াক আহমদ, এডভোকেট হাসান পাটওয়ারী রিপন, যুবদলের সাবেক আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলুর নাম রাখা হয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে শামীম আহমদের সঙ্গে এবার নতুন মুখ আসছে। ছাত্রদলের সাবেক নেতারা প্রাধান্য পাচ্ছেন বেশি। দপ্তর সম্পাদক হয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট সাঈদ আহমদ। এ ছাড়া জেলার ১৮টি ইউনিটের মধ্যে থেকে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের এবারের কমিটিতে প্রাধান্য দেয়া হচ্ছে। সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী জানিয়েছেন আমরা পূর্ণাঙ্গ কমিটির তালিকা গত সপ্তাহে জমা দিয়েছে। কেন্দ্র থেকে যেভাবে বলা হয়েছে সেভাবে কমিটি জমা দেয়া হয়েছে। গতকাল সেটি কেন্দ্র থেকে অনুমোদন দেয়া হয়েছে। তিনি বলেন, সিলেট জেলায় বিএনপি একটি পরিবারের মতো। আমরা পদের জন্য নয়, দলের জন্য কাজ করি। সুতরাং যারা কমিটিতে স্থান পাবেন, আর যারা পাবেন না সবাই একসঙ্গে দলীয় কার্যক্রম চালাবো। আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না। যারা এবারের কমিটিতে স্থান পাননি তারা আগামীতে আরও ভালো জায়গায় স্থান পাবেন। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী জানিয়েছেন, গত বছর ছিল সিলেটে দুর্যোগের বছর। পাশাপাশি আমরা বিভাগীয় গণসমাবেশসহ নানা আয়োজন নিয়ে ব্যস্ত ছিলাম। আমাদের মধ্যে আন্তরিকতার অভাব ছিল না। কিন্তু কমিটি জমা দিতে পারিনি। এবার সবার সঙ্গে আলোচনা করেই পূর্ণাঙ্গ কমিটি জমা দিয়েছি।

 তিনি জানান, এবারের কমিটিতে সাবেক ছাত্রনেতাদের আধিক্য বেশি থাকছে। যারা যুবদল ও ছাত্রদলে ভূমিকা রেখেছেন দলের স্বার্থে তাদেরকে বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটিতে স্থান দেয়া হয়েছে। পাশাপাশি যারা পুরাতন নেতা রয়েছেন তাদেরকেও মূল্যায়নের চেষ্টা করা হয়েছে। এদিকে গতকাল সন্ধ্যায় সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আব্দুল কাইয়ূম চৌধুরীকে সভাপতি, এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে সাধারণ সম্পাদক ও মো. শামীম আহমদকে সাংগঠনিক সম্পাদক করে সিলেট বিএনপি’র ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট জেলা বিএনপি’র ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি দলের মহাসচিব অনুমোদন করেছেন। শিগগিরই কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।