শ্যামলীর বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১

ছবি সংগৃহীত

রাজধানীর শ্যামলীতে রূপায়ন শেলটেক ভবনে লাগা আগুনে একজনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ভবনের ১৯ তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১ জুন) দিবাগত রাত ২ টা ৪৭ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদরদপ্তরে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোতিনি বলেন, নিহত ব্যক্তি একজন পুরুষ। তার নাম পরিচয় জানা যায়নি এখনও।

এর আগে, রাত ১১টা ২৫ মিনিটে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট দিবাগত রাত ২টা ৪ মিনিটে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হযফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ শিকদার জানান, রূপায়ণ শেলফোর্ড ২০ তলা ভবনের ৭ম তলায় আগুনের সূত্রপাত। রাত ১১ টা ৩৫ মিনিটে ১ম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর একে একে মোট ১৩টি ইউনিট পাঠানো হয়।

জানা গেছে, ভবনটিতে বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য এসবিএফ ডায়ালাইসিস সেন্টার, নূরজাহান অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতাল, ঢাকা ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হসপিটাল।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ২০ তলা ভবনটি থেকে ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই আহত। এদের মধ্যে ফায়ার সার্ভিসের টিটিএল দিয়ে নামানো হয়েছে ৬ জনকে। উদ্ধার হওয়াদের মধ্যে ৪জন নারী ও ১২জন পুরুষ।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।