বিশ্বকাপের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত পোথাস

ওয়ানডে বিশ্বকাপের প্রায় ৪ মাস বাকি। ৫০ ওভারের এই আসরের উত্তাপ এখনই ছড়াতে শুরু করেছে। বিশেষ করে বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপের প্রত্যাশার পারদ অনেকটাই চড়া। এই ফরম্যাটে বেশ কয়েক বছর ধরেই টাইগাররা দারুণ পাররফরম্যান্স করছে। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের আসরটি দারুণ কেটেছে। কিন্তু ২০১৯ এ তারই নেতৃত্বে খুব একটা ভালো করতে পারেনি দল। এরপর এই ফরম্যাটে দলকে নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল। তার অধীনে আইসিসি ওয়ানডে সুপার লীগে ৮ সিরিজের মধ্যে বাংলাদেশ হেরেছে দুইটি। জিতেছে ১৫টি ম্যাচ। 

একটি পরিত্যক্ত ম্যাচের সুবাদে ১৫৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে থেকে সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে তারা। তাই দলের প্রতি এই বিশ্বকাপে প্রত্যাশার চাপ অনেকটাআর ভারতে হবে বলে থাকছে কঠিন চ্যালেঞ্জও। তাই ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্ন পূরণে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না সহকারী কোচ নিক পোথাস। এপ্রিলের শুরুতে দুই বছরের জন্য সহকারি কোচ হিসেবে তাকে নিয়োগ দেয় বিসিবি। গতকাল মিরপুর শেরেবাংলা মাঠে সংবাদ মাধ্যমের সংঙ্গে বিশ্বকাপের প্রস্তুতির চ্যালেঞ্জ নিয়ে এই কোচ বলেন, ‘অন্য সব দেশ বিশ্বকাপে কী চায়? আমরাও এর ব্যতিক্রম নই। আমরাও খুব উচ্চাকাঙ্ক্ষী। এই দল, ক্রিকেট বোর্ড, ক্রিকেটাররা সবাই। বিশ্বকাপে আমরা নিজেদের গর্বিত করতে চাই। বিশ্বকাপে কোন পরিস্থিতিতে পড়তে হবে, কে জানে! আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা জিনিস নিয়ে আমরা দুশ্চিন্তা করতে পারি না।’ পোথাস নিয়োগের পর প্রথম দায়িত্ব হিসেবে ইংল্যান্ডের চেমসফোর্ডে যোগ দিয়েছিলেন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে কাজ করেছেন দলের সঙ্গে। এবার ঢাকায় এসে ২৯শে মে থেকে প্রি-সিরিজ ক্যাম্প চালাচ্ছেন। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাজের ভার কমাতে পোথাসকে নিয়োগ দেয় বিসিবি। প্রধান কোচের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করা ছাড়াও ব্যাটিংয়ের দিকটা দেখবেন তিনি। এবার তার সামনে দ্বিতীয় চ্যালেঞ্জ আফগানিস্তান। এই সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্প চালাচ্ছেন তিনি। দক্ষিণ আফ্রিকান এই কোচ তার অল্প ক’দিনের উপস্থিতিতে টের পাচ্ছেন, এখানকার সবাই আসছে ওয়ানডে বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্ন দেখতে শুরু করেছে। তাতে বেশ রোমাঞ্চ অনুভব করছেন তিনি। তবে বড় মঞ্চে এখনো বাংলাদেশ স্বপ্নীল কিছু করতে পারেনি। তবে এসব না ভেবে সম্ভাব্য সেরাটা দিতে পরিকল্পনা করা হচ্ছে বলে জানান পোথাস। তিনি বলেন, ‘যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে আমরা ভাবছি না। যতখানি সম্ভব আমরা প্রস্তুতি নিতে চাই। প্রতিপক্ষ সম্পর্কে গবেষণা করবো। নিজেদের সেরাটা দিব। যেকোনো খেলার বিশ্বকাপে আপনি এসবই করতে পারেন। বাংলাদেশ দলের সঙ্গে পোথাসের সম্পৃক্ততা বেশি দিনের নয়। মাত্র এক মাস পেরিয়েছে। এরই মধ্যে ভবিষ্যতের এক ব্যাটারকে দেখে মুগ্ধ নয়া ব্যাটিং কোচ। হ্যাঁ, তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়ের অনেক উঁচুতে যাওয়ার সম্ভাবনা দেখছেন এই কোচ। তার প্রথম মিশন আয়ারল্যান্ড সিরিজে হৃদয়কে প্রথম দেখেন তিনি। ওই সফরের দ্বিতীয় ওয়ানডেতে ৫৮ বলে ৬৮ রানের দারুণ ইনিংস খেলেন এই তরুণ ব্যাটার। আইরিশদের বিপক্ষে আগের সিরিজেই নিজের অভিষেকে বাংলাদেশের রেকর্ড ৯২ রান করেন ২২ বছর বয়সী ব্যাটসম্যান। পোথাস এখন তার ব্যাটিংয়ের মনোযোগী দর্শক। হৃদয়কে নিয়ে কোচ বলেন, ‘প্রথমেই যেটি জোর দিয়ে বলতে চাই, সে (হৃদয়) দারুণ! তার ওয়ার্ক এথিকস অবিশ্বাস্য এবং সফল হওয়ার তাড়নাটা আছে। একইসঙ্গে স্কিলও অনেক অনেক বেশি। হৃদয়ের ব্যাপারে রোমাঞ্চকর বিষয় হলো, এই স্কিল নিয়ে ওর অনেক উঁচুতে যাওয়ার সম্ভাবনা আছে আর এটি আমি বিশ্বাস করি।’ গতকাল বিসিবির ইনডোরের নেটে আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজের ব্যাটিং দেখছিলেন নিক পোথাস। পাশের নেটে বোলিং মেশিনে দারুণ এক হুক শট খেললেন তাওহিদ হৃদয়। দেখে সঙ্গে সঙ্গে তালি দিয়ে উঠলেন পোথাস। ব্যাটিং শেষে বেরিয়ে যাওয়ার সময়ও হৃদয়ের কাছে গিয়ে কথা বললেন জাতীয় দলের সহকারী কোচ। কারণ তার ব্যাটিংয়ে শুধু মুগ্ধ হলেই হবে না শিষ্যকে দেখাতে হবে আরো উন্নতির পথও। এ নিয়ে কোচ বলেন, ‘তবে দিন শেষে আমরা যে খেলাটা খেলি, তা ফলনির্ভর। তাই দলের মধ্যে আমরা যারা সাপোর্ট স্টাফ আছি, তাদের এটি নিশ্চিত করতে হবে, সে নিজের প্রতিভার সর্বোচ্চটা কাজে লাগাতে পারে। এখন পর্যন্ত (হৃদয়কে) যা দেখেছি, খুবই রোমাঞ্চকর।’বি তাহলে সব ঠিকঠাক হবে।’ 

।