কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধে ফের টিকা দিচ্ছে সিসিক

সাময়িক বন্ধ থাকার পর আবারও কোভিড-১৯ টিকা দিচ্ছে সিলেট সিটি করপোরেশন।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষযটি নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যারা এখনও কোভিড-১৯ এর ৩য় এবং ৪র্থ ডোজ টিকা গ্রহন করেননি তাদের নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণের অনুরোধ জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। 

১৮ বছরের উর্ধ্বে যেসব টিকা গ্রহণকারির ২য় ও ৩য় ডোজ নেয়ার অন্তত চার মাস অতিক্রান্ত হয়েছে কিন্তু ৩য় ও ৪র্থ ডোজ টিকা গ্রহন করেননি তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিলেট সিটি কর্পোরেশনের নীচ তলায় স্থাপিত টিকা কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত যেকোন সময় টিকা গ্রহন করতে পারবেন। 

এছাড়া ৫ থেকে ১১ বছর বয়সী স্কুলগামী সকল শিশুদের ফাইজার-COMIRNATRY ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ টিকাদান কার্যক্রম চলছে সিটি কর্পোরেশনের নিচ তলার ১০৬ নম্বর কক্ষে।