চারিদিক থমথমে নিথর, শান্ত নীড়ে কিছু শব্দ
এসে করোটির দেয়ালে আছরে পড়ে।
কবিতার খাতা খুলতেই বিষাদগ্রস্ত সময় সারণীতে
স্বপ্নেরা হারায়, ঘুম ব্রাত্য হয়ে পড়ে থাকে জানালার কিনারায়।
বোবা কান্নায় অন্তর গুমরে কেঁদে উঠে ,
দূর দিগন্তের প্রণোদনে কবিতারা শব্দে সাঁজে।
নির্ঘুম রাত আপন সত্বা হয়ে বুঝায় বার বার
সব হারানোর মাঝেও যেটুকু প্রাপ্তি
সেটাই অহংকার।
লেখক: শামীমা আক্তার ঝিনু ।
মন্তব্য