তানজিম সাকিবের ভুল স্বীকার, সতর্ক করলো বিসিবি

ফেসবুকে নারীদের নিয়ে ‘বিতর্কিত’ পোস্ট দেয়ায় জাতীয় দলের ক্রিকেটার তানজিম হাসান সাকিবকে তলব করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার সেখানে নিজের স্বীকার করেছেন এই পেসার। ভবিষ্যতে এমন ভুল আর না করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি'র ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।সাকিবের বিষয়ে গণমাধ্যমে জালাল ইউনুস বলেন, “সে (সাকিব) বলেছে- ‘আমি দুঃখিত’। আমরা সতর্ক করেছি ভবিষ্যতে যেন এমন পোস্ট না দেয়া হয়। সে বলেছে, এ ধরনের পোস্ট দেয়া থেকে বিরত থাকবে। সাকিব বলেছে, সে নারী বিদ্বেষী নয়, আমার মা-ই তো একজন নারী। আমি কীভাবে নারী বিদ্বেষী হতে পারি! সাকিব কেমন ধ্যানধারণার অনুসারী, মানসিকতা কেমন অবশ্যই এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা তাকে পর্যবেক্ষণ করবো।