সিলেটে গোয়েন্দা পুলিশের অভিযানে মোটরসাইকেল চোরাচালান চক্রের দুই সদস্যকে আটক করেছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সিলেটের কানাইঘাট থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে দুইটি মোটরসাইকেল জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো.তালুকদার।তিনি জানান, মঙ্গলবার রাতে কানাইঘাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১ লাখ ৯৮ হাজার টাকা দামের ১৫০ সিসি একটি সুজুকি জিক্সার ও ১ লাখ ৮০ হাজার টাকা দামের একটি পালসার মোটরসাইকেলসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। দুটি গাড়িই ভারত থেকে অবৈধ উপায়ে নিয়ে আসা হয়আটকের পর দুজনের বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য