পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা হাওরের মানুষ। আমরা প্রতিনিয়ত সংগ্রাম করি। শেখ হাসিনা হাওরের মানুষকে ভালোবাসেন। সুনামগঞ্জের মানুষের প্রতি তার নজর বেশি। তিনি চান হাওরের মানুষ উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে যাক। এজন্যই তিনি সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, টেক্সটাইল, বিশ্ববিদ্যালয়, বিটাকসহ অসংখ্য মেঘাপ্রকল্প দিয়েছেন। তাই হাওরের উন্নয়নের জন্য আমাদের দরকার শেখ হাসিনার। আপনার আমার একমাত্র বন্ধু শেখ হাসিনা।তাই হাওরাঞ্চলের উন্নয়নের জন্যই তাকে টিকিয়ে রাখতে হবে।শনিবার(১১ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নে কালনী নদীতে ১৩ কোটি ৯৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত নোয়াখালি-জামলাবাজ সেতুর শুভ উদ্বোধন পরবর্তী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷আওয়ামীলীগ নেতা আছির মাহমুদের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সিনিয়র সহ-সভাপতি ও পরিকল্পনামন্ত্রীর পুত্র অর্থনীতিবিদ সাদাত মান্নান অভি, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, নোয়াখালী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রুকনুজ্জামান রুকন, আওয়ামী লীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, জয়কলস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবেল আহমদ ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো জনতা উপস্থিত ছিলেন
মন্তব্য