সিলেটের জৈন্তাপুরে ১০টি ভারতীয় গরু উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় সুমন আহমদ নামে এক যুবকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার(১৪নভেম্বর) ভোররাত সাড়ে তিনটার দিকে উপজেলার নিজপাট ইউনিয়নের খাসিয়া হাটি সড়ক এলাকা গরু উদ্ধার এবং গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত সুমন আহমদ (১৯) নিজপাট কমলাবাড়ি গ্রামের মো.বিল্লাল মিয়ার ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.তাজুল ইসলাম ।পুলিশ জানায়, জৈন্তাপুর থানার দিক নিদের্শনা ও মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে জৈন্তাপুর মডেল থানার এসআই সাহিদ মিয়া,এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী, এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের খাসিয়া হাটি সড়ক এলাকায় অভিযান চালিয়ে ১০ টি ভারতীয় গরু উদ্ধার করা করেন। অভিযানে একজন গ্রেফতার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালান ব্যবসার সাথে জড়িত অন্যরা পালিয়ে যান।পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য