শেষ ‘দরদ’র ভারত অংশের শুটিং

ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান ও বলিউড অভিনেত্রী সোনাল চৌহান জুটি বেঁধে অভিনয় করছেন সর্বভারতীয় ছবি ‘দরদ’-এ। এ ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন। সম্প্রতি একটি গানের দৃশ্যের শুটিং হয়েছে ছবির। আর তাতে শাকিব-সোনালকে পাওয়া গেল অন্যরকম রসায়নে। জানা গেছে, ‘এই ভাবাও এই ভাসাও, বুকেরই মাঝে হারাও’ শিরোনামের গানটি গেয়েছেন বালাম। লিখেছেন জাহিদ আকবর। এ গানের মাধ্যমে ১৬ই নভেম্বর ছবির ভারতের অংশের শুটিংও শেষ হলো বলে জানান পরিচালক। ‘দরদ’ ছবিটি বাংলাদেশ থেকে হলেও ছবিটি ভারতজুড়ে মুক্তি পাবে মোট ৬টি ভাষায়। গত মাসের শেষ সপ্তাহে মুম্বইতে ছবিটির আনুষ্ঠানিক মহরত, সংবাদ সম্মেলন হয়। ২৭শে অক্টোবর বারানসী থেকে শুটিং করেছে ‘বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, কিবরিয়া ফিল্মসের সঙ্গে ভারত থেকে ‘দরদ’ প্রযোজনা করছে এসকে মুভিজ ও ওয়ান ওয়ার্ল্ড মুভিজ। ছবিটির হিন্দি নাম দেয়া হয়েছে ‘দর্দ’। ১০ কোটি টাকারও বেশি বাজেটে নির্মাণাধীন এ ছবিতে শাকিব-সোনাল ছাড়াও থাকছেন বলিউড, কলকাতা ও দেশের অভিনয়শিল্পীরা। ১৪ই ফেব্রয়ারি আসছে ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।