সপ্তদশ কেমুসাস বইমেলায় বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের লেখাপাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৬ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৭টায়। কেমুসাস বইমেলা প্রাঙ্গণে বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাংগঠনিক সম্পাদক দেওয়ান গাজী আব্দুল কুদ্দুছ শমশাদ এর পরিচালনায় ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাহনামা শাব্বীর চৌধুরী মনির সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রিন্স সদরুজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একে আজাদ খান, উপদেষ্টা কে জে লিপি, সহ-সভাপতি ইশরাক জাহান জেলি, সেনুয়ারা আক্তার চিনু, সাধারণ সম্পাদক মাসুমা টফি একা।
লেখাপাঠ ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন
সংগঠনের উপদেষ্টা গল্পকার সেলিম আউয়াল, সিনিয়র সদস্য ছয়ফুল আলম পারুল, সহ-সভাপতি বিমলেন্দু পাল, লোকমান হেকিম, ভ্রমণ কাহিনী লেখক মোয়াজ আফসার, লিডিং ইউনিভার্সিটির ডীন অধ্যাপক ড আব্দুল মজিদ মিয়া, সাবেক শিক্ষক সৈয়দ রেজাউল হক, একে এম কামরুজ্জামান মাসুম, প্রচার সম্পাদক শুকরানা বেগম, সহ-প্রচার সম্পাদক কামাল আহমেদ,অর্থ সম্পাদক শহীদুল ইসলাম লিটন, সহ সমাজ কল্যাণ সম্পাদক শিপুল আমিন চৌধুরী। কবিতাপাঠ করেন, ওবায়েদুল মুন্সী, তাসলিমা খানম বিথী,কুবাদ বখত চৌধুরী রুবেল, জাহেদা চৌধুরী,মকসুদ আহমদ লাল,জয়ন্ত গৌশ্বামী, এসময় উপস্থিত ছিলেন জান্নাত আরা খান পান্না, জাহাঙ্গীর আলম,এখলাছুর রহমান, তাবিন্দা শাব্বীর চৌধুরী, জোবায়দা বেগম আখি, মো.সুয়েজ আহমদ,জুবের আহমদ র্সাজন,হাজেরা বেগম,সুমি আক্তার,মাজেদা আক্তার,মাহফুজ হাসান শুভ্র,সালমা আলী, সাজিদুর রহমান সাজিদ,তাপাদার জান্নাতুল জাহরা প্রমুখ।লেখাপাঠও আলোচনা সভার শুরূতেই প্রবিত্র কোরআন তেলোওয়াত করেন হাফিজ মো.আব্দুরিজ মো.আব্দুর রহমান।
মন্তব্য